পেয়ে কেন নাহি পাই আমার অভিমানী
August 27, 2025, 8:06 pm
অভিমান আসলে কী, কী তার অন্তর্নিহিত অর্থ? কেমন তার অনুভব, কীই–বা তার প্রকাশ? অভিমান রাগ নয়, দুঃখ নয়, ক্ষোভ নয় আবার বিরক্তিও নয়। এ এক অনন্য বহুমাত্রিক অনুভূতি, যা হয়তো শব্দে প্রকাশ পায় না, তাই অভিমানের প্রকাশ বাঙ্ময় নয়; কিন্তু তাই বলে অপ্রকাশও নয়।